বশেমুরবিপ্রবি: ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে চোখে কালো কাপড় বেধে মানববন্ধন

বশেমুরবিপ্রবি: ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে চোখে কালো কাপড় বেধে মানববন্ধন

সাগর দে

সারাদেশ সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে এখন শুধু ধর্ষণ এক কথায় টক অফ দ্যা ক্যান্ট্রি। তবে নোয়াখালীতে বিবস্ত্র করে মহিলাকে পাশবিক নির্যাতনের পর বর্তমানে বহুল আলোচিত বিষয় এখন ধর্ষণ। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে সোচ্চার সচেতন সমাজ, শিক্ষক সমাজের পাশাপাশি ছাত্র সমাজ।

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল ভিডিও, স্কুল শিক্ষক, পিতা কর্তৃক মেয়ে , মাদ্রাসা শিক্ষক, গীর্জার গড ফাদার, মসজিদের ইমাম কর্তৃক ধর্ষণ, একে একে প্রতিদিন বেড়িয়ে আসছে এসব চাঞ্চল্যকর ধর্ষণের খবর।

এসকল নরপিশাচ ধর্ষক যা ৭১ এর গণধর্ষণকেও হার মানায়। আর এসকল নরপিশাচদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে চোখে কালো কাপড় বেধে মানববন্ধনে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, আজ আমার মা বোনের স্বাধীন রাষ্ট্রে নিরাপদ নয়। তাহলে এ লজ্জা আমরা কোথায় লুকাবো? যেখানে দেশের ডিজিটাল আইন সহ সকল আইন সংশোধন হচ্ছে সেখানে ধর্ষণের আইন কেন সংশোধন হবে না বলে প্রশ্ন করেন।

এসময় শিক্ষার্থীরা আরও বলেন, এখানে মানববন্ধন করছি নিজের বা সমাজের দায়বদ্ধতা থেকে নয়। নিজের মা বোনদের সুরক্ষায় এ মানববন্ধন। এসময় মাননীয় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, আইন প্রনয়ণকারী তাদের সকলের কাছে ধর্ষক তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বিধান রেখে আইন পাশের আহ্বান জানান।

এসময় মানববন্ধনে তারা ৭ দফা দাবি দেন। দাবি সমূহ হলো –

১. ধর্ষণ আইন পুনঃবিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা।
২. ধর্ষণজনিত ঘটনা বা অপরাধের জন্য আলাদা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন এবং ৩০-৬০ কার্যদিবসের মাঝে বিচার সম্পন্ন করার প্রক্রিয়া তৈরি করা।

৩. ধর্ষিতার বিনামূল্যে চিকিৎসা এবং পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা।
৪. জেলায় জেলায় ধর্ষণ প্রতিরোধে পুলিশের আলাদা টাস্কফোর্স গঠন করা।

৫. নির্জন রাস্তায় সচল সিসিটিভি স্থাপন।
৬. পূর্ববর্তী সকল ধর্ষণ মামলার রায় ৬ মাসের মধ্যে সম্পন্ন করা।
৭. দলীয় মদদে কোন ধর্ষণকে বা কোন অপরাধকে আশ্রয় দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *