বশেমুরবিপ্রবি: নতুন উপাচার্য যোগদান করতেই ফের ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি

বশেমুরবিপ্রবি: নতুন উপাচার্য যোগদান করতেই ফের ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি

বশেমুরবিপ্রবি টুডে


গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) গতকাল(৬ সেপ্টেম্বর ) যোগদান করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব। যোগদানের দ্বিতীয় দিনেই ২দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন আস্থায়ী কর্মচারীরা।

সোমবার (৭সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা।

অবস্থান কর্মসূচি নিয়ে কর্মচারীরা বলেন, ইতঃপূর্বে আমাদের ৩দফা দাবি ছিলো তবে স্থায়ী নিয়োগ এবং নীতিমালা অনেকটা একই দাবি হওয়ায় বর্তমানে দুটি দাবি আদায়ে কাজ করছি। দাবি দুটি হলো কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ এবং বকেয়া বেতন পরিশোধ।

প্রসঙ্গত, প্রায় ১৩মাস যাবৎ অস্থায়ী কর্মচারীদের বেতন, ভাতা বন্ধ রয়েছে। এর প্রেক্ষিতে তিন দফা দাবি নিয়ে তারা ২০১৯ সালের নভেম্বর হতে নানা আন্দোলন কর্মসূচি পালন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *